Aabtak Khabar,2 July: কয়েকদিনের টানা বৃষ্টিতে গঙ্গাসাগরে ইটের রাস্তায় ধ্বস, সমস্যায় এলাকাবাসীরা। গত কয়েকদিন ধরে দফায় দফায় চলেছে বৃষ্টি, সুন্দরবনের একাধিক জায়গায় বেহাল হয়ে পড়েছে মাটি এবং ইটের রাস্তা। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের দর্জি পাড়ার সুলিস মোড় এলাকায় হঠাৎই প্রায় ২৫ থেকে ৩০ ফুট অংশজুড়ে রাস্তায় ধ্বস নেয়।
রাস্তায় ধ্বস নামায় যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে ওই এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এই ইটের রাস্তা, রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে টেংরামারি খাল। কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার ফলে ধ্বস নিয়েছে এই রাস্তায়। প্রশাসনের কাছে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা।