অবতক খবর,২৫ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃমন্তেশ্বর ব্লকের দেনুর পঞ্চায়েতের গলাতুন ডাঙ্গায় তৈরি হতে চলেছে বায়োগ্যাস প্রজেক্ট। আজ সেই প্রজেক্ট ঘুরে দেখলেন দুর্গাপুর থেকে আসা বিজ্ঞানীদের দল। সঙ্গে ছিলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস। সহকারী বিডিও সোমনাথ সাউ, দেনুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মকদম হোসেন শেখ। মন্তেশ্বরের বিডিও জানান, গলাতুন ডাঙ্গায় যে বিশাল পরিমাণ সরকারি খাস জমে রয়েছে তারই একটি অংশে জেলার প্রথম এই বায়োগ্যাস প্রকল্প নির্মিত হবে। ৫৩ লক্ষ টাকা খরচের এই প্রকল্পে প্রথম পর্যায়ে ৩০ লক্ষ টাকা খরচ করে কাজ শুরু হবে। গোবর গ্যাস তৈরির পাশাপাশি পড়ে থাকা বর্জ্য জৈবসার তৈরীর কাজে লাগানো হবে। ভিডিও আরো জানান এখানে একটি কমিউনিটি কিচেন তৈরি করা হবে। যেখানে স্থানীয় গোপালকরা তাদের দুধ থেকে ছানা তৈরীর কাজে তা ব্যবহৃত করতে পারবে। এলাকার গোবর সংগ্রহ করার কাজে স্থানীয় মানুষ জনকে নিয়োগ করা হবে‌। এলাকার উৎপাদিত গোবর বায়োগ্যাসের তৈরীর কাজে ব্যবহৃত হওয়ায় পরিবেশও অনেকখানি দূষণমুক্ত হবে বলে জানিয়েছেন তিনি।