অবতক খবর,৯ ডিসেম্বর: ইসলামপুর ব্লকের অন্তর্গত কমলাগাও সুজালী গ্রাম পঞ্চায়েতের কোর কমিটি ভেঙে নতুন কোর কমিটি গঠনের পাশাপাশি নতুন করে অঞ্চল কনভেনার ঘোষণা হল আজ।

এদিন ইসলামপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের বাসভবনে পুরাতন কোর কমিটি ভেঙে নতুন কোর কমিটির নাম ঘোষণা করেন ব্লক সভাপতি জাকির হোসেন আগে এই কোর কমিটির সদস্য সংখ্যা ছিল ১২ বর্তমানে নতুন করে কোর কমিটিতে জায়গা পেল ৪১ জন।

এই কোর কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হল এমডি কামালউদ্দিন কে কারণ তিনি অনেক পুরাতন তৃণমূল কংগ্রেসের সৈনিক বলেই তাকে এ দায়িত্বভার তুলে দেওয়া হয় আজ। এর আগে এই দায়িত্বে ছিল ৪ নং জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি জাহিদুল রহমানের কাছে।
এবং নতুন করে অঞ্চল কোনভেনারে দায়িত্ব পান জিয়ারুল হক।
২০২৬ এর বিধানসভা নির্বাচনে কোমর বেদে মাঠে নামার প্রস্তুতি নিয়ে এই নতুন করে কোর কমিটি গঠন ও অঞ্চল কনভেনার করা হলো বলে জানান ব্লক সভাপতি জাকির হোসেন সহ কমলাগা ও সুজালী গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার।
চলুন শুনে নেওয়া যাক কি বললেন ইসলামপুর ব্লকের ব্লক সভাপতি জাকির হোসেন, ব্লক ভাইস প্রেসিডেন্ট কামালউদ্দিন, অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার, উপপ্রধান লতিফুল রহমান, ও নতুন অঞ্চল কনভেনার জিয়াউল হক, সহ আরো অনেকেই।