অবতক খবর,৫ সেপ্টেম্বর: কমলাগাঁও সুজালিয়া অঞ্চলে আবারো উত্তপ্ত। একের পর এক ঘটনা ঘটেই চলছে সুজালী এলাকায়।
গত দেড় মাস আগে সুজালী অঞ্চলের মৌলানি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে পিটিয়ে খুন করা হয় মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে। তারপর থেকেই চলছে সেই গ্রামে অশান্তির বাতাবরণ। সেই ঘটনাকে কেন্দ্র করে আবার আজকে ওই গ্রামে লুটপাট গাড়ি ভাঙচুর একাধিক অভিযোগ উঠে আসে।
এই দিন স্থানীয় মেম্বার হোসনারা বেগম জানান তার বাড়িতে লুটপাট করে মৃত মজিবরের পরিবারের লোকজন। শুধু তার বাড়িতে নয় একাধিক বাড়িতে লুটপাট করেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে নয় থেকে দশটি বাড়িতে লুটপাট করে বলে জানান। হঠাৎ এরকম ঘটনা ঘটাতেই আতঙ্কিত রয়েছে গ্রামের মহিলারা। যেহেতু গ্রামে পুরুষশূন্য বলাই চলে। আর সেই গ্রামে ঘটছে একের পর এক ঘটনা কখনো জমির ফসল নষ্ট করে দেওয়া, কখনো আবার বাড়ি উড়িয়ে দেওয়া আজকে লুটপাট করে সবকিছু নিয়ে চলে যাওয়া। এমনই অভিযোগ করেন স্থানীয় মেম্বার হুসনারা বেগম।
অন্যদিকে মৃত মুজিবর রহমানের ছেলে জানান আজকে আমার ছোট ভাই ইসলামপুর যাচ্ছিল সে সময় কাদো খো য়া বাঁশবাড়ি এলাকায় তাকে ধরে মারধর করে স্থানীয় মেম্বারের লোকজন আমরা সবাই ইসলামপুর আদালতেই ছিলাম। তার বাড়িতে কি হয়েছে না হয়েছে আমরা জানিনা সমস্ত কিছু লুটপাটের ঘটনা অস্বীকার করেন তার ছেলে। এমনকি উল্টে অভিযোগ করেন তারাই তাদের বাড়িতে লুটপাট ও ভাঙচুর করে চলে গেছে। এই ঘটনায় বিকাল থেকে এলাকায় থমথমে থাকে।
এই ঘটনায় কমলাগাঁও সুজালী অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার জানান যা ঘটনা ঘটছে তা দুঃখজনক। এরকম ঘটনার নিন্দা জানান তিনি। ঘটনায় পুলিশ রয়েছে পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দিবে। বলে তিনি আশ্বাস দেন। ঘটনার খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার রামগঞ্জ ফারের পুলিশ।