অনুজ কবি সুকান্তর জন্য অগ্রজ লেখক ও কবির
অন্তহীন বেদনার্ত উচ্চারণ– স্মরণে রেখে

কবির জন্য
তমাল সাহা

মানিক বাড়ুজ্জে কেঁদেছিল
তীব্র চিৎকারে বলেছিল,
আমি তো করেছি আকন্ঠ বিষপান
সে তো গেয়েছিল মানব জীবনের জয়গান!
তবে কেশে কেশে রক্ত ওঠে কেন
কেন মরে যায় সুকান্ত?
তবে কিসের আজ
কোন লালের গরিমা দেখায়
ঋতুরাজ বসন্ত!

নিজের রক্তে লাল
রাতের গভীর বৃন্ত থেকে
তাই কি ছিঁড়ে আনতে চেয়েছিল
রক্তিম সকাল
সে তো আমাদেরই জন্য!

কবি ছাড়া আমাদের জয় বৃথা–
সুকান্ত অনন্য।