কবি কি সত্যিই কিছু করতে পারে? কবি তো নিমিত্ত মাত্র। কবির মৃত্যু হয়, কবিতার মৃত্যু হয়না। যুগে যুগে প্রমাণিত হয়েছে অক্ষরের প্রাণ আছে।তা মানুষকে উজ্জীবিত করতে পারে।
কবিতা
কবি কি করতে পারে,
জানিনা আমি।
কবিতার দিকে চেয়ে আছে
প্রিয় জন্মভূমি।
কবিকে কেড়ে নিতে পারে করোনা
আমফানে গাছ চাপা পড়ে
মরে যেতে পারে কবি
কবিতা অবিনাশী, কবিতা মরেনা।
কে জারি করবে তার মৃত্যু পরোয়ানা?
রাষ্ট্রের এতো সাঁজোয়া বাহিনী
সে পারেনি
আমফান তো তুচ্ছ
মারমুখী করোনাও পারবেনা।
কবি মরে যায়
কবিতায় লিখে যায় দুর্জয় ঘোষণা।