কবিতা বিষয়ক
তমাল সাহা
আমার দিকে নিক্ষিপ্ত সরল দৃষ্টিকে তির্যক করে কোনো লাভ নেই
আমাকে কেউ মাথার দিব্যি দেয়নি
কবিতা লিখতেই হবে
আর আমি কবিতা লিখিও না
আমার ঘরে যে কবিতা আছে
যে আমাকে শব্দসজ্জা নির্মাণে সাহায্য করে
এমন অনুষঙ্গ অনেকেরই নেই
সে বলে কবিতা লিখব বলে কোনো কবিতা লূখা যায় নাকি!
কিছু লিখলে সেটা শেষ পর্যন্ত কবিতা হয়ে যায় অথবা কবিতার মতো অন্য কিছু হতে পারে তবে তা নিশ্চিত পাঠযোগ্য কখনো সুখশ্রাব্য কখনো উত্তেজনাবাহী হতে পারে আর এটাই স্বাভাবিক
ওইসব অলীক কল্পনাময় লেখার দিকে তুমি যাবে না।
তোমার লেখার ব্যাপারে তুমি কারুর মতামতের দিকে যাবেনা,
সূর্য আলো ছড়ায়, চাঁদ জ্যোৎস্না ছড়ায়
কে কি মতামত দেবে তার অপেক্ষায় তারা থাকে নাকি?
সত্যভাষীরা নিজের সিদ্ধান্ত নিজে নেয়
আমি একজন সাধারণ মেয়ে
তোমার পাশে থেকে কবিতা হয়ে উঠি
কবিতা একটা নির্মাণ,তার প্রক্রিয়া চলতেই থাকে…