কবিতার গাছ
তমাল সাহা

রাষ্ট্রের বিরুদ্ধে লিখতে লিখতে
আমার লেখা হয়ে গেছে ক্লিশে।
পোস্টমডার্ন কবিতাও লিখতে পারিনা আমি।
তবে আজ এই মহাকালবেলায়
উত্তর আধুনিক হয়ে যাই!

আমার মনে হয়
রাষ্ট্র কোটি কোটি টাকা ব্যয়ে
যুদ্ধজাহাজ-বিমান,পরমাণু বোমা না কিনে
দুনিয়ার সমস্ত কবিদের কোটি কোটি কবিতা
যুদ্ধবিমান থেকে বর্ষণ করতো
বোধকরি এতদিনে ধরিত্রী আমার
কাব্য বাগান হয়ে উঠতো

চোখ খুললেই দেখা যেত কবিতার গাছ!