অবতক খবর,৩০ আগস্ট,শিলিগুড়ি:- কন্ট্রাক্টচুয়াল এমপ্লয়ীদের দিয়ে নির্বাচনের কাজ করানো যাবে না,বাগডোগরা বিমানবন্দরে নেমে এমনি মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বুধবার দুপুরে তিনি বাগডোগরা বিমানবন্দরে নামেন সেখান সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি বলেন,বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে কন্ট্রাক্টচুয়াল এমপ্লয়ীদের দিয়ে নির্বাচনের কাজ করানো হচ্ছে,তা কখনোই করানো যাবে না।

এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে তিনি বলেন,আগে ১৫কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছিল যা যথেষ্ট ছিল না, তবে আজ জানানো হয়েছে আরো ১৫কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হবে।তাতে পঞ্চায়েত নির্বাচনের মতো নির্বাচন হবে না শান্তিপূর্ণ নির্বাচন হবে।এর পাশাপাশি রামায়ণ লেখা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।পাশাপাশি শিলিগুড়িতে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণের ঘটনায় নিন্দা জানান তিনি।তিনি বলেন,বাংলায় মহিলারাও অসুরক্ষিত।এদিন শুভেন্দু অধিকারী বিমানবন্দর থেকে বেরিয়ে ধুপগুড়ির উদ্দেশ্যে রওনা দেন।