অবতক খবর,মালদা,২৯ অগাস্ট: কনস্টেবল পদে ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের মনোবল বাড়াতে মক ইন্টারভিউয়ের আয়োজন করল মালদা জেলা পুলিশ। আজ দুপুরে মালদা জেলা পুলিশ লাইনে এই মক ইন্টারভিউয়ের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, ডেপুটি পুলিশ সুপার (আইনশৃঙ্খলা) আজারুদ্দিন খান সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, যেসব চাকরি প্রার্থী কনস্টেবল পদে ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন আমরা তাদের জন্য মক ইন্টারভিউয়ের আয়োজন করেছি। আজ ১১৬ জন পুরুষ ও মহিলা এই মক ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেছেন। চাকরি প্রার্থীদের স্নায়ুচাপ ধরে রাখতে শেখানো, মূল ইন্টারভিউয়ে মনোবল বাড়ানো, নিজেদের দক্ষতা তুলে ধরতে শেখানো এই মক ইন্টারভিউয়ের উদ্দেশ্য।