অবতক খবর,১৮ জানুয়ারি: একে জাঁকিয়ে ঠান্ডা, তার উপর বৃষ্টি জঙ্গলমহল জুড়ে। সকাল থেকে একটানা বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় সকাল থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টিপাত।

একে কয়েকদিন ধরে জাকিয়ে শীত পড়েছে ঝাড়গ্রামে। তার উপর অসময়ে এই বৃষ্টি যেন কাল করেছে সাধারণ মানুষকে। সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় আবহাওয়া ভালো থাকে। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লেই শীতের হালকা শিরশিরানি এই সময়ের অন্যতম চেনা ছবি।

ঘূর্ণাবর্তের জেরে গত দুদিন ধরে আকাশ মেঘলা দক্ষিণবঙ্গে। বৃষ্টিও চলছে। পাশাপাশি সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রয়েছে একাধিক এলাকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ও কাল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।