অবতক খবর,১ অক্টোবর,বাঁকুড়াঃ রায়পুর এর নিকট গোবিন্দপ্রসাদ সিংহ কংসাবতী সেতুর নিচে পিলারে আটকে রয়েছে একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ। ঘটনার খবর পেয়ে মৃতদেহ তোলার জন্য ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্সের কর্মীরা। কংসাবতী নদী এখন দুকুল ছাপিয়ে বইছে জল মৃতদেহ তোলার চেষ্টা চলছে এখনো পর্যন্ত। এক অজ্ঞাতপরিচয়ের ফুলেফেঁপে উঠা মৃতদেহ দেখতে পান। সকালে স্থানীরা দেখতে দেখতে পান ব্রিজের নিচে থাকা অবস্থায়। ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সাথে সাথেই পুলিশে খবর দেয়া হয় এবং সিভিল ডিফেন্স কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন।