অবতক খবর,১৪ মে: কংগ্রেস এবং তৃণমূল এবার নির্বাচনে কতো আসন পাবে

তা নিয়ে হুগলির সভায় ভবিষ্যৎবাণী করলেন মোদি তিনি জানান বিজেপি ছাড়া কেউ দেশে সরকার গড়তে পারবে না।এ বিষয়ে রাহুল গান্ধী কে কটাক্ষ করে মোদী বলেন,”কংগ্রেসের যে শাহজাদা আছেন তার বয়সের থেকে কম আসন পাবেন কংগ্রেস
আর আরেক দিকে তিনি তৃণমূল কে কটাক্ষ করে বললেন আর তৃণমূলের প্রধান বিরোধী দল হবার ক্ষমতাই নেই।“

তৃণমূল দুর্নীতিকে কটাক্ষ করে প্রধান মন্ত্রী বলেন “বাংলা যুবকদের ভবিষ্যৎ বেঁচে দিয়েছে তৃণমূল এই সরকারের মন্ত্রীরা জেল খাটছেন। এদের বাড়ি থেকে বার হচ্ছে নোটের পাহাড়।
এরকম মানুষদের সাজা হওয়া দরকার আর সাজা দেবেন আপনারা “।
সন্দেশ ঘটনা কে কেন্দ্র করে তিনি বলেন সন্দেশখালিতে কী হচ্ছে সবাই জানে, সারা দেশ তা দেখছে, সব রকম চেষ্টা করছে তৃণমূল।
কিন্তু আমি কথা দিচ্ছি কোনো অত্যাচারি বাঁচবে না।