অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব দুজন যোগদান করলো তৃণমূল কংগ্রেসের তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান।
দলবদল প্রসঙ্গে তারা বলেন কংগ্রেসে থেকে তারা ভালোমতো কাজ করতে পারছিলেন না তাই তৃণমূল কংগ্রেসে যোগদান বলেই তারা জানাচ্ছেন। প্রায় এক হাজার কর্মী সমর্থক নিয়ে আজ এই যোগদান।
উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান অশোক দাস নাড়ুগোপাল মুখার্জি , রাজিব হোসেন ,মোহাম্মদ আলী , আইজুদ্দিন মন্ডল ও তৃণমূল নেতৃত্ব। দলবদল প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস জানালেন যারা আমার নামে অভিযোগ করছেন তারা একবার নেটওয়ার্ক সাইটে গিয়ে দেখে নিন।
এবং জালাল শেখ প্রসঙ্গে তিনি বলেন দীর্ঘদিনের কংগ্রেস এর দায়িত্ব নিয়েছে কাজ করতো তাকে আরো অন্য পদে দেওয়ার কথা চলছিল তবে ভোটের আগেই দলবদল এমন কিছু বড় ব্যাপার নয় বলেও তিনি জানালেন।