অবতক খবর :: শিলিগুড়ি ::   আপাদমস্তক নিজেকে ঢেকে ওয়ার্ডের সানিটাইজেসন করালেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত। সকাল থেকেই নিজের ওয়ার্ডে সানিটাইজ করালেন। নিজে প্রত্যেকটি বাড়িকে নির্দেশ দিলেন। তারপর নিজেই প্রত্যেক রাস্তা ঘুরে দেখলেন।

কাউন্সিলার শ্রাবনী দত্ত জানালেন আমার ওয়ার্ডে প্রত্যেক রাস্তাকে সানিটাইজ করাবো। একটু সময় লাগবে তবু আমাকে কাজটা শেষ করতে হবে। জানালেন রোজ মানুষ বাড়িতে আসছেন, আমার পক্ষে যা করবার করছি। আরো জানালেন প্রতিটি সন্ধ্যায় আমার ওয়ার্ড থেকে চাল,ডাল,তেল এবং আলু দেওয়া হচ্ছে। সবজীও দেওয়া হচ্ছে। যে যেমন আসছেন আমাদের সাধ্যমত আমরা দিচ্ছি। আমি চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব নিজের সাধ্যমত মানুষের জন্য করতে।