অবতক খবর :: দার্জিলিং :: ৭ মে::   এলাকা জুড়ে “ওয়ান্টেড” লেখা পোস্টার দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তের নামে। গতকাল রাত থেকেই সাংসদ রাজু বিস্ত এর ছবি সহ পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

জানা গেছে এই লকডাউনের কারণে দার্জিলিং জেলার বিভিন্ন জায়গায় ছবি দিয়ে পোষ্টারে লেখা দেখা যায় রাজু বিস্ত কোথায়। তবে মনে করা হচ্ছে, এই করোনা জনিত ভয়াবহ সময়ে সাংসদকে কোথাও দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়েই এই কাজ করেছেন।

তবে বিজেপির অভিযোগ, ” এসব তৃণমূলের নোংরামি। সাংসদের বদনমা করার জন্যই ওরা এসব করেছে। মানুষ এসবকে গুরুত্ব দেয় না। “