অবতক খবর,২৭ ডিসেম্বর: ওপেন ইন্টারন্যাশনাল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ এবং সেকেন্ড অফিসিয়াল নর্থ বেঙ্গল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে জয়জয়কার ময়নাগুড়ি থানার সিভিক ভলেন্টিয়ারদের। ময়নাগুড়ি থানার চারজন সিভিক ভলেন্টিয়ার ৬টি সোনা, একটি ব্রোঞ্জ, একটি সিলভার পদক জয় করেছে। শুক্রবার ময়নাগুড়ি থানায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন তিন জন সিভিক ভলেন্টিয়ার।

এদিন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিস সুপার গ্রামীণ সমীর আহমেদ, ডিএসপি ক্রাইম শান্তি নাথ পাঁজা এবং ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ তাদের সংবর্ধনা জানান। জানা গিয়েছে, গত ২১ ও ২২ ডিসেম্বর জলপাইগুড়ি জেলার লাটাগুড়িতে অনুষ্ঠিত হয় ওপেন ইন্টারন্যাশনাল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ এবং সেকেন্ড অফিসিয়াল নর্থ বেঙ্গল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ।

সেখানে ময়নাগুড়ি থানার চারজন সিভিক অংশ নেন। চারজনে ছয়টি সোনা, একটি রূপা এবং একটি ব্রোঞ্জ পদক জয় করেন তারা। তাদের উৎসাহ প্রদান করতে শুক্রবার ময়নাগুড়ি থানায় সংবর্ধনা প্রদান করা হয়।