এ ভাষার ধর্ম আছে
তমাল সাহা

তোমার ক্ষমতা আছে
আমার ভূখণ্ড কেড়ে নিতে পারো
আমার মুখের ভাষা আমার বুকের ভাষা
আমি হৃদয়ে বয়ে নিয়ে চলে যাবো।

তুমি যদি আমার কণ্ঠরোধ করো
আমি হাত দিয়ে লিখে যাবো আমার ভাষা
তুমি যদি আমার হাত কেটে নাও
চোখের ইশারায় লিখে যাবো আমার ভাষা
তুমি যদি আমাকে অন্ধ করে দাও
অন্ধকারের ভিতরে জেগে থাকবে আমার ভাষা।

আমাকে যদি কবন্ধ করে দাও
ধড় ও মুণ্ড আমার ছিন্ন দুই অংশ দেখিয়ে মানুষেরা বলবে
মানুষটির এমন পরিণতি হল কারণ
তার চেতনা জুড়ে ছিল বাংলাভাষা।

এ ভাষা নদীর মত বেগবান
এ ভাষা বাতাসের মতো গতিময়
এ ভাষা রোদের মতো উজ্জ্বল
এ ভাষাই পৃথিবীর একমাত্র ভাষা
যা রক্ত দিয়ে লেখা হয়েছিল।

এ ভাষার ধর্ম আছে
এ ভাষার ধর্ম কাছে আসা
এ ভাষার তো একটাই ভাষা
বিছন হয়ে যায় ভালোবাসা।