অবতক খবর,২৮ ফেব্রুয়ারি: মুর্শিদাবাদ জেলার কান্দি পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের চরকপুকুর ধার এলাকায় জ্যাকের সাহায্যে মাটি থেকে প্রায় তিন ফুট তোলা হচ্ছে বাড়ি। জ্যাকেট সাহায্যে বাড়ি তোলা দেখতে এলাকার সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন।

জানা গিয়েছে বাড়িটি একটি পুকুরের পাশে হওয়ায় সামান্য বৃষ্টি হলেই পুকুরের জল বাড়ির মধ্যে ঢুকে যায় আর সেই জল থেকে নিস্তার পাবার জন্য বাড়ির মালিক বিহারের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে প্রায় আড়াই লক্ষ টাকা খরচা করে মাটি থেকে প্রায় তিন ফুট উপরে তুলছে বাড়িটি।

ওই সংস্থার সদস্যদের দাবি এর আগে তারা এরকম প্রায় দেড়শ বাড়ি গোটা ভারতবর্ষে তুলেছে তারা, জ্যাকের সাহায্যে বাড়ি তোলার ফলে বাড়ির কোনরকম ক্ষয়ক্ষতি হবে না। স্থানীয় কাউন্সিলর তপন ঘোষ জানান পৌরসভার অনুমতি নিয়েই ওই সংস্থা জাকের মাধ্যমে বাড়ি তোলার কাজ করছে কান্দিতে।

 

 

 

*লোগো বাইট আছে*