এসো হে উমা
তমাল সাহা

তোমার কথা ভাবলেই
সমগ্র প্রকৃতি উঠে আসে।
মাথার উপরে ছড়িয়ে থাকে নীল আকাশ
উড়তে থাকে কিরীটের মতো সাদা মেঘগুলি,
তারা আলোয় সেরে নিয়েছে সোনালী স্নান।

তোমার কথা ভাবলেই
মাটিতে আনন্দ ধ্বনি ওঠে।
কাশফুলের বনে হাওয়া,শুরু হয়ে যায় নাচ,
নিটোল জলে সবুজ গোলাকার পাতার উপরে পদ্ম ফুলগুলি হিরন্ময় মুখ দেখে,
জল ফড়িংয়েরা উড়েউড়ে ছোঁয়াছুঁয়ি খেলে।

মণ্ডপ জুড়ে সে কী আনন্দ!
ভিড়ের মধ্যে উমা হয়ে দাঁড়িয়ে থাকো তুমি।
কাছাকাছি পাশাপাশি
তোমাকে ছুঁয়ে কী অপূর্ব আশ্চর্য সুখ!

তোমার কথা ভাবলেই
দুর্গা দালানে হাজার অযুত লক্ষ কোটি মানবিক মুখ।

এসো তুমি গিরিবালা!
দেখা হোক সকলের সর্বজনীন মঙ্গলে
আমরা যে বড় উন্মুখ!