ভোট শেষ। এখন দিন কাটছে আলোচনায়-সমালোচনায়। ভাঙচুর- ধোলাই খেলা করছে এ পাড়ায়,ও পাড়ায়…

এসো হাত ধরো
তমাল সাহা

এখন তুমি খুবই হতাশ,
ভাবছো কি বদলালো?
তখন তুমি পড়লে ফাঁদে,বুঝলেই না
কোনটা খারাপ, কোনটা ভালো!

দলটা পুরো ডানপন্থী,
চাললো শকুনি চাল।
সেই চালেতেই কাৎ তুমি
আনলে কুমির কাটলে বিশাল খাল।
সেই খালেতেই যাচ্ছ এখন ডুবে।
ভাবছো তাই,কি করে আর চুপ রবে?

ভেবেছিলে বুদ্ধিবীররা দাড়িবান,
রবীন্দ্রনাথ যেন।
পরে তারা মোসাহেব, পেয়ে গেল
ভূষণ-টূষণ, আসন-মুদ্রা কোনো।

মাটি মানুষ এতোই সোজা!
শুধুই মুখের বুলি
ঝরবে রক্ত উড়বে মাথার খুলি।
সেই রক্তই লাগবে ছিটে তোমার মুখে।
পাল্টে দিলেই উল্টে যাবে
দিন কাটবে সুখে?

এখন তুমি যাবে কোথায়?
মন বলছে পালাই।
বধ‍্যভূমে দাঁড়িয়ে আছো,
দিক ঘিরেছে অগ্নিভস্ম-ছাই।

বুঝেছ যখন, কে আছে আর!
মানুষকেই ডাকো।
সবাই মিলে ধরি হাত–
এই স্লোগানটি হাঁকো

আর দেরি নয়–
গিয়েছে সময়, গিয়েছে অনেক বেলা।
মরণ নয়,নামি পথে,খেলি মারণ খেলা।