অবতক খবর,৯ ডিসেম্বর: এলাকার উন্নয়ন ঘিরে বিজেপি তথা এনডিএ জোটকে একহাত নিলেন উওর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ওরফে মুনিদা।
পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতেও ভুল করেননি জেলার এই অভিজ্ঞ দিজ্ঞজ তৃনমূল নেতা। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান দিয়ে বিজেপিকে তুলোধুনা করলেন গোলাম রসুল ওরফে মুনিদা।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় ২ কিলোমিটার পেপার ব্লক রাস্তার শিল্যানাস করলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। রাস্তাটি শিলান্যাস হওয়াতে খুশি গ্রামবাসীরা। জানা গিয়েছে গোয়ালপোখর ১ নম্বর ব্লকের গেদরীগাঁও থেকে ডাঙ্গিপাড়া পযন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় ছিল।
সেই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াত করত। রাস্তাটি বেহাল থাকার কারণে যাতায়াত করতে চরম সমস্যার মুখে পড়তে হতো এলাকার বাসিন্দাদের। রাস্তাটি নির্মাণের জন্য এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। শেষমেশ দাবি পরণ হলো এলাকার বাসিন্দাদের। রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই পেপারব্লক রাস্তাটি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাস্তাটি শিল্যানাস করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। রাস্তাটি শিলান্যাস হওয়াতে খুশি এলাকার বাসিন্দারা। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।