অবতক খবর,১৫ ডিসেম্বর: এলাকার অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র প্রদান সমাজসেবি রাজু মালিক ও তার মায়ের। ভাটপাড়ার ৩২ নম্বর ওয়ার্ডে মাদরাল দুলে পাড়ায় জাগ্রত বড় ঠাকুরের মন্দির রয়েছে। ওই মন্দিরের নিত্য পুজা থেকে যাবতীয় কাজ কর্ম পরিচালনা করে থাকে যুবক রাজু। এলাকাবাসীরাও তার সাথে মিলিমিশে মন্দিরের কাজে সামিল হয়।
রবিবার বিকেলে সেখানকার মন্দির প্রাঙ্গনে একশো জন অসহায় মানুষকে শীত বস্ত্র প্রদান করলেন সমাজসেবি রাজু মালিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটীর তৃণমূল নেতা বিষ্ণু অধিকারী। রাজুর ইচ্ছে জাগ্রত এই মন্দিরে আরো উন্নতি ঘটিয়ে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আগামী বছর আরো বেশি সংখ্যক মানুষকে তিনি শীত বস্ত্র তুলে দেবেন। এই অনুষ্ঠানে তৃণমূল নেতা বিষ্ণু অধিকারী বলেন, রাজু নিজের রোজগার থেকে মানুষকে সাহায্য করে। ওর এই উদ্যোগে সব সময় পাশে থাকব।