অবতক খবর,২৯ মে: এলাকায় তিন দিন থেকে পিএইচইর জল সরবরাহ বন্ধ থাকলে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত ভাকুড়ির পঞ্চায়েতের চালতিয়া এলাকায়। গত তিনদিন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় জলের সমস্যার মুখে পড়েন এলাকাবাসীরা। দীর্ঘক্ষণ পথ অবরোধ করলে অবশেষে খবর পেয়ে পিএইচির দপ্তরে লোকেরা এসে কল মেরামত করে পানীয় জলের ব্যবস্থা করে দেয়। তারপরে বিক্ষোভ বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি দীর্ঘ আট বছর ধরে পিএইচই দপ্তর তাদের সাথে প্রতারণা করে এসেছে পানীয় জল সঠিক সময় এবং সঠিকভাবে দিচ্ছে না এইবার তিন দিন জল সরবরাহ বন্ধ থাকায় সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের। পেয়েছি দপ্তরকে জানালেও কোন ব্যবস্থা নেয়নি তাই আজ তারা বিক্ষোভে পথে নেমেছেন।