অবতক খবর,৪ এপ্রিল: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার বেশ কিছুদিন আগে হালিশহর থানার অন্তর্গত হাজিনগর নয়াবাজার কবরস্থানের উন্নয়নে সাংসদ তহবিল থেকে ৩৫ লক্ষ টাকা দিয়েছিলেন অর্জুন সিং। ফলত এই অঞ্চলের অধিবাসীরা একটি ব্যানার কবরস্থানের সম্মুখে লাগিয়ে রেখেছিলেন। আশ্চর্যজনকভাবে আজ বৃহস্পতিবার সেই ব্যানারটি আর দেখা যাচ্ছে না। গতকাল বুধবার রাত পর্যন্ত ব্যানারটি চোখে পড়েছে স্থানীয়দের।
এলাকাবাসীদের অভিযোগ রাতের অন্ধকারে দুষ্কৃতীরাই এই ব্যানার চুরি করে নিয়ে গেছে।
আজ সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি কবরস্থান কমিটির সদস্যরা জানিয়েছেন, যে বা যারা এই কাজ করেছে তা মোটেও ভালো নয়।