অবতক খবর,২ মার্চ : এবার সাইবার প্রতারণার শিকার এক আইসক্রিম ব্যবসায়ী, নাম গৌরাঙ্গ হরিজন।
খোয়ালেন ২২ হাজার টাকা, উত্তর দিনাজপুরের চোপড়ার এলাকার ঘটনা ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী।
জানা গিয়েছে, এক ব্যাক্তির কাছ থেকে তাঁর মোবাইল ফোন আসে, সেখানেই তাকে বলা হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট লক হয়ে গেছে, আমরা অফিস থেকে বলছি। কিন্তু বিষয়টি বুঝে ওঠার আগেই সেই ফাঁদে পা দেন আইসক্রিম ব্যবসায়ী গৌরাঙ্গ হরিজন এবং তাঁর নাম্বারে একটা ওটিপি যাবে বলে তারা জানান, আর তাতেই তাঁর সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান, এই বিষয়ে কি বললেন গৌরাঙ্গ হরিজন আসুন শুনে নেবা জাক।