এবার লেক টাউনে ফেক কল সেন্টার এর হদিস

অবতক খবর,২০ মেঃ এবার লেক টাউনে ফেক কল সেন্টার এর হদিস। বিধান নগর সাইবার ক্রাইম থানার হাতে দুই তরুণী সহ গ্রেফতার ১২ জন।৪ জি টাওয়ার বসানোর নাম করে এই রাজ্যে ও ভারতের বিভিন্ন প্রান্তের মানুষদের প্রতারণা করার অভিযোগ।উদ্ধার স্মার্ট ফোন, অ্যাটেনডেন্স রেজিস্টার,প্যান কার্ড, আধার কার্ড, ডঙ্গল,প্রতারিতদের ডকুমেন্টস, তাদের বহু নথি, সিম কার্ড ও ৪৫ হাজার ১০০ টাকা।

পুলিশ সূত্রে খবর,লেকটাউনে বি এম ফাস্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড নামে একটি অফিস খুলে সেখানে গত এক মাস ধরে ফেক কল সেন্টার চালানো হচ্ছিল। বাদশা মন্ডল এবং অভিষেক সামন্ত নামে এই দুই ব্যক্তি এই কল সেন্টার চালাচ্ছিল। এই খবর পেয়ে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ ওই অফিসে হানা দেয় গিয়ে সেখানে এই কল সেন্টার চালানোর বৈধ কাগজপত্র দেখাতে চাইলে দেখাতে না পারায় সেই অফিসের তল্লাশি শুরু করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সেই অফিস থেকে দুজন তরুণী সহ মোট ১২ জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে ছাদের উপর বা ফাঁকা জমিতে ফোরজি টাওয়ার বসানোর নাম করে এবং এর পাশাপাশি বিভিন্ন ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নাম করে মানুষদের প্রতারণা করা হতো। এবং বিভিন্ন কারণ দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো অভিযুক্তরা।

বিধান নগর সাহেবের খান থানার পুলিশ ওই অফিসে হানা দিয়ে দুজন মহিলা সহ ১২ জনকে গ্রেফতার করে আজ বিধান নগর আদালতে তোলা হবে।