অবতক খবর,৭ মার্চ: দোল উৎসব, বা বসন্ত উৎসব হলো সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব এই উৎসবে আবির খেলতে ভয় পাচ্ছেন,, আর ভয় পাওয়ার দরকার নেই,,, এবার ভেষজ আবির তৈরিতে ব্যস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।। একদম ঠিকই শুনেছেন এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ধন্দুগছ নারীশক্তি ও সোনার তরী দলের মহিলারা যৌথভাবে ভেষজ আবির তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। প্রায় পাঁচ বছর ধরে মহিলারা আবির তৈরি করে বিক্রি করছেন। সেই আবির চলে যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।
দলের মহিলারা জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ভেষজ আবির বানানোর কাজ শিখেছেন দলের মহিলারা। রাসায়নিক উপকরণের হাত থেকে বাঁচতে বিশেষ কিছু ফল,ফুল,পাতা ব্যবহার করে ভেষজ আবির বানানো হচ্ছে। এই আবির ব্যবহারে চামড়া,চোখ বা শরীরের কোনও ক্ষতি নেই। তাছাড়া এই আবির চোখে বা মুখে চলে গেলেও ক্ষতি নয় বরং লাভ দায়ক হবে। প্রায় পাঁচ বছর ধরে তারা এই ভেষজ আবির বানাচ্ছেন।
আগের তুলনায় এবার বেশি পরিমাণে আবির বানাচ্ছেন স্বনির্ভর গোষ্ঠী মহিলারা । কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক অঞ্জলি শর্মা বলেন আমরা প্রতিবছর শনিবার গোষ্ঠী মহিলা দ্বারা ভেষজ আবীর তৈরি করে থাকি যা সাধারণ মানুষের জন্য অনেকটাই উপকারী এই ভেষজ আবীর মূলত হলুদ বিট গাছের ফুল অ্যারোরট সামগ্রী দিয়ে তৈরি করা হয় যা চোখে মুখে গেলে ক্ষতির কোন সম্ভাবনা থাকে না এছাড়াও এই আবির বানিয়ে স্বনির্ভর হচ্ছেন স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা ।