অবতক খবর,২৫ সেপ্টেম্বরঃ এবার ব্যারাকপুরকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ। কলকাতার একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করে জানালেন সাংসদ অর্জুন সিং এবং পরিচালক সোহেল দত্ত।

এই ওয়েব সিরিজে তুলে ধরা হবে ব্যারাকপুরের খুঁটিনাটি যাবতীয় ঘটনা। স্বাভাবিক ঘটনা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ঘটনা সহ তার পেছনে লুকিয়ে থাকা আসল সত্য,যা মানুষ জানেন না, সেই সব কিছুই তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে।

সাংসদ অর্জুন সিংকে পাশে বসিয়ে এমনই জানালেন পরিচালক সোহেল দত্ত। তিনি বলেন,”বিভিন্ন বিখ্যাত জায়গা নিয়ে বিভিন্ন ওয়েব সিরিজ হয়। কিন্তু ব্যারাকপুর এমন একটি জায়গা যা সব সময়ই সংবাদের শিরোনামে থাকে। আর ব্যারাকপুরের নাম উঠবে অর্জুন সিং এর নাম উঠবে না, তা কখনোই হয় না। ব্যারাকপুর যেমন শিরোনামে থাকে তেমনি কোনো না কোনো কারণে শিরোনামে থাকেন সাংসদ অর্জুন সিং। তাই ব্যারাকপুর নিয়ে ওয়েব সিরিজ বানানোর কথা মাথায় আসতেই আমি সোজাসুজি চলে যাই অর্জুন কাকুর কাছে। তাঁর সঙ্গে আমার ঘরোয়া সম্পর্ক। তিনি ছোটবেলা থেকেই আমায় চেনেন। মাস ছয়েক আগে তিনি যখন আমার এই পরিকল্পনার কথা শুনলেন, তিনি এক কথায় রাজি হয়ে গেলেন এবং সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।”

অন্যদিকে এ প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং জানান,সোহেল যখন এই প্রস্তাব নিয়ে আমার কাছে আসে তখন আমি তাকে এ ব্যাপারে আরও উৎসাহ দিয়ে বলি, সে যেন ব্যারাকপুরের প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরে এবং তা যদি সে করতে পারে তবেই যেন এই ওয়েব সিরিজ বানাতে উদ্যোগী হয়। এই ওয়েব সিরিজের সফলতা এবং সোহেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”

অন্যদিকে পরিচালক সোহেল দত্ত আরো বলেন,এই ওয়েব সিরিজে আরও একজন বড় লিডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে তা ক্রমশ প্রকাশ্য।

আজ ব্যারাকপুর ওয়েব সিরিজের ‘ফার্স্ট লুক’ লঞ্চ হয়ে গেল। শীঘ্রই মোহরাত করে এই ওয়েব সিরিজের শুটিং শুরু হবে বলে জানালেন পরিচালক।