শিলিগুড়ি :: ১৫ জুন ::   আজ থেকে সাত দিনের জন্য বন্ধ হয়ে গেল শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট। এবার চম্পাসরি বাজারও বন্ধের সিদ্ধান্ত হয়েছে। জেলাশাসক টাস্কফোর্সের বৈঠকে বাজার নিয়ে একটি কমিটি গঠন করে, সেই কমিটির আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, ৪৬নম্বর ওয়ার্ড সংলগ্ন চম্পাসরি বাজারও আগামী বুধবার দিন থেকে ১০ দিনের জন্য বন্ধ রাখা হবে।পরবর্তীতে অবস্থার পরিবর্তন ঘটলেই বাজার খোলবার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে বাজার কমিটির পক্ষ থেকে।

বাজার বন্ধের সময় চারিদিকে যাতে অযাচিত মানুষ এসে ভীড় না জমান সেটাও দেখবে প্রশাসন।বাজারের দোকানদারদের বলা হয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে বাজার কমিটির সাথে কথা বলে নিতে যদি কোন সমস্যা তৈরী হয়।