অবতক খবর,৯ জানুয়ারি: কাঁচরাপাড়ার তৃণমূল নেতা রামা শঙ্কর গিরি পেলেন দেহরক্ষী। সাম্প্রতিক যে সকল ঘটনাগুলি ঘটছে অর্থাৎ মালদা, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তাতে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমানসে। উপরন্তু রামা শঙ্কর গিরি এই অঞ্চলের একজন বড় মাপের ব্যবসায়ী।
বিগত কয়েকবছরের ইতিহাস ঘাটলে দেখা যাবে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বেশ কিছু ব্যবসায়ীদের উপরেও হামলা হয়েছে। সেইদিক থেকে রামা বাবুও নিজের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন। শেষমেষ তিনি সসস্ত্র দেহরক্ষী পেয়েছেন।