অবতক খবর,হরিরামপুর,৩০ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুরের পর এবার দক্ষিণ দিনাজপুরে শুট আউট। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের রায়নগর মোড় এলাকায় কমল রাজবংশী এলাকার এক ব্যবসায়ীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় কমল রাজবংশীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিরামপুর থানার বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স। কি কারনে দুষ্কৃতীরা কমল রাজবংশীকে গুলি চালাল তা নিয়ে ধন্দে পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জখম ব্যক্তির বুকে ও চিবুকে গুলি লেগেছে বলে জানা গেছে।