অবতক খবর,৫ মার্চ: সরানো হল সঞ্জয় বসুকে। এই সঞ্জয় বসু আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আইনজীবী বলে পরিচিত। জানা যাচ্ছে, এবার থেকে এই মামলা লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনদের শপথ গ্রহণ ঘিরে যে জটিলতা ছিল, তার পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস। যার এক নম্বরে ছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ছিলেন কুণাল ঘোষ, সায়ন্তিকারা ও আরও এক। এই চারজনের বিরুদ্ধে যে মানহানির মামলা হয়েছিল তার শুনানি ছিল

এই মামলাটি এতদিন ধরে দেখছিলেন বিশিষ্ট আইনজীবী সঞ্জয় বসু।

মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়বে ‘ফক্স অ্যান্ড মণ্ডল’ কোম্পানি (এটি একটি সলিসিটর ফার্ম। এই কোম্পানি নিয়োগ করে আইনজীবীদের) । এই কোম্পানি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা লড়ার জন্য।  বস্তুত, সঞ্জয় বসু বিশিষ্ট আইনজীবীর পাশাপাশি অভিষেকের ঘনিষ্ঠ হিসাবে তাঁর পরিচয় আছে। মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসাবে তাঁর এই অপসারণ রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।