অবতক খবর,১০ ফেব্রুয়ারি: এবার চা সুন্দরী প্রকল্পের আওতায় চোপড়া ব্লকের ৫০০ জন চা শ্রমিক। শনিবার চোপড়া ব্লকের দেবীঝোড়ায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৫১ জন চা শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য গত ৩০ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে সরকারি অনুষ্ঠান থেকে চা সুন্দরী প্রকল্পের আয়োতায় দুই জন চা শ্রমিকের হাতে চা সুন্দরী প্রকল্পের সেনসন লেটার তুলে দেন। এই প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকরা ঘর তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন। এবং তিন কিস্তি টাকা পাবেন উপভোক্তারা। প্রথম কিস্তি ৬০ হাজার টাকা দ্বিতীয় কিস্তি ৪০ হাজার ও তৃতীয় কিস্তি ২০ হাজার টাকা করে একাউন্টের মাধ্যমে পাবেন।

ইতি মধ্যে প্রথম কিস্তির টাকা চা শ্রমিকদের একাউন্টে ঢুকে গিয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চা শ্রমিকরা কিভাবে তারা বাড়ি তৈরি করবেন সে বিষয়ে জানানো হয়। এবং এদিন ৫৫১ জন চা শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। সব মিলিয়ে খুশীর হাওয়া চা শ্রমিকদের মধ্যে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামপুর মহকুমা শাসক আব্দুল শাহিদ, বিধায়ক হামিদুল রহমান,বিডিও সমির মন্ডল,ভূমি সংস্কার আধিকারিক সুবিমল চক্রবর্তি,ভূমি কর্মাধক্ষ্য প্রদীপ সিংহ, তৃণমূলের চোপড়া ব্লক সভাপতি প্রতি রঞ্জন ঘোষ, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক সহ অন্যান্যরা।