অবতক খবর,১১ জুন: রবীন্দ্র সরণি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা শান্তির জায়গা ।এর নাম শোনা মাত্রই

মনে আসে আলাদা শান্তি ।আমাদের সাহিত্য প্রেমী রবিঠাকুরের স্মৃতি যেন তার পরশে পরশে ।
আর এবার এই জায়গাতে অগ্নিকান্ড ।এমন শান্তির স্থানে এমন একটি ঘটনা যেন নিছক উপরিহাস মাত্র ।
তবে যাই হোক ঘটনা তো ঘটে গেছে এবং সেই ঘটনার চর্চাও শুরু হয়ে গেছে ইতি মধ্যে ।

তবে কি করে এমন একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন রবীন্দ্র সরণি ?জানা যায় ।, রবিবার রাত পৌনে ১০টা নাগাদ রবীন্দ্র সরণির গণেশ টকিজ়ের একটি বাড়ির ছাদে আগুন লেগে যায় ।জানা যায় ওই বাড়ির ছাদে একটি গুদাম ছিল ওই গুদামে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনা স্থলে খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন।দমকলের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা হয় বলে সূত্রের খবর ।তবে সেই গুদাম ঘরটি কিসের ?তা থেকে এত ভয়াবহ অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাননি দমকল বাহিনী ও পুলিশ।