এপ্রিল ফুল
তমাল সাহা
ভারত মহাসাগর তীরে ফুল
বঙ্গোপসাগর তীরে ফুল
এক মালি এক ফুল
এক মালিনী জোড়া ফুল
ফুলে ফুলে পূর্ণ দেশ বিলকুল!
ভুল সবই ভুল
জীবন খাতার প্রতি পাতায় লেখা
সে এক বিশাল ভুল
তুমি আমি সবাই এপ্রিল ফুল!
পাতক রূপে এই দেশে
দেখা দিল এই বেশে।
এপ্রিল ফুল
গালে মাথায় রবীন্দ্রচুল।
রঘুপতি,হাতে এতো রক্ত!
আমি পরম দেশভক্ত।
আমি ম্যাকবেথ!আমি তোর সই
রক্তে কিবা ভয়
পঞ্চায়েতেই ষাট জন খুন হয়!
দেশে এখন ফুল আর ফুল
ঘাসফুল, পদ্মফুল,এপ্রিল ফুল।