অবতক খবর, সংবাদদাতা,মুর্শিদাবাদ :: এনআরসি নিয়ে সুতি থানার বিভিন্ন এলাকায় সকাল থেকে শুরু হয়েছে বিক্ষোভ লুটপাট বাড়ি ভাঙচুর। বাড়িতে আগুন লাগানোর কাজ। স্থানীয় মানুষজন আতঙ্কিত ইতিমধ্যেই এনআরসি বিরোধীদের হাতে আক্রান্ত হয়েছে বেশকিছু মানুষ। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
পাশাপাশি সকলে বাড়িঘর ছেড়ে পালিয়ে আসছে। তাদের বক্তব্য পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করছে না। পুলিশ কার্যত নিশ্চুপ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন নেমে পড়েছে আন্দোলনকারীদের হটানোর জন্য। কিন্তু তবুও থামছে না বিক্ষোভ।