নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৫ই,ডিসেম্বর ::দঃ দিনাজপুর :: বুনিয়াদপুর CABএবং NRC বিরুদ্ধে বুনিয়াদপুর এ বিক্ষোভ মিছিল করলো সিপিআইএম। পড়ানো হলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কুশপুতুল । দেশজুড়ে CAB এবং NRC বিরুদ্ধে যেভাবে আন্দোলন শুরু করছে সে ক্ষেত্রে পিছিয়ে রইল না বুনিয়াদপুর পুরবাসী।
রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর এ সি পি এম এর প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস এর উপস্থিতিতে সর্বপ্রথম পরিক্রমা করে বুনিয়াদপুর এর প্রান্তে এবং সবশেষে 512 নম্বর জাতীয় সড়কের তিন রাস্তার মোড়ে অমিত শাহ এবং নরেন্দ্র মোদির কুশপুতুল পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন সিপিএমের নেতৃত্বরা।
এই সম্বন্ধে সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস জানিয়েছেন জাতি-ধর্ম-নির্বিশেষে বসবাস এই ভারতবর্ষে ,কোন জাতির বিরুদ্ধে আঘাত হেনে NRC অথবা CAB বিল পাস করা যাবে না অবিলম্বে NRC এবং CAB বিল বন্ধ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।