জলপাইগুড়ি :: অবতক খবর :: ২৬ জুন ::   গ্রেফতার এটিম লুট চক্রের দুই পান্ডা। জলপাইগুড়ি তে দুটি এটিএম লুটের এই দুই পান্ডাকে হরিয়ানা থেকে গ্রেফতার করে আনলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃত দুজনেই হরিয়ানার বাসিন্দা। স্থানীয় দুস্কৃতিদের সঙ্গে যোগসাজশ করে ২০১৮ সালের ৮ ডিসেম্বর এবং ২০১৯ সালের ৯ অক্টোবর জলপাইগুড়ি তে এসে ৩১ লক্ষ টাকা লুট করে পালায় মহম্মদ হাসিম ওরফে আশু এবং মহম্মদ মুস্তাকি ওরফে ফৌজি নামে এই দুই দুষ্কৃতি।

পুলিশের দাবী, বিভিন্ন রাজ্য মিলিয়ে ত্রিশটিরও বেশি এটিএম লুটের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। অবশেষে হরিয়ানা পুলিশের সাহায্য নিয়ে অভিযুক্ত দের গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে জলপাইগুড়ি নিয়ে এলো পুলিশ। শুক্রবার তাদের আদালতে হাজির করা হবে বলে জলপাইগুড়ি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ রাও ইলোয়ার্ড জানিয়েছেন।