অবতক খবর,২৪ মে: এগোচ্ছে নিম্নচাপ,শনিবার তৈরী হবে বড়সড় ঘূর্ণিঝড়! কোথায় এই ঝড়ের প্রভাব বেশি পড়বে? জানালো আবহাওয়া দফতর।

ইতি মধ্যে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরী হয়েছিল, তা বিশাল আকার ঘূর্ণি ঝড়ে পরিণত হয়ে গিয়েছে।
এবং এই ঝড় ক্রমশ স্থলের দিকে এগিয়ে আসছে ।

শনিবার সকালের মধ্যেই ওই নিম্নচাপ আরোও ঘনীভূত হয়ে ঘূর্ণি ঝড়ে পরিণত হতে চলেছে,
জানালো হাওয়া অফিস।

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী,
জানা যাচ্ছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গপসাগরে একটি নিম্নচাপ তৈরী হয়েছিল,
‘ তা ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে তা উত্তর -পূর্বে বিশাল আকারে ঝড় রূপে দেখা দেবে।