অবতক খবর,১৭ ফেব্রুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: এক স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত দীপা দাস , মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া গ্রামের বাসিন্দা। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় ছোট বোনের সাথে কোন একটা জিনিস নিয়ে ঝগড়া করার দীপাকে বকাঝকা করে মা।
তার কিছুক্ষণ পরই বাড়ির মধ্যে, একটি ঘরে দীপার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায় দেহ উদ্ধার করা হয়েছে ।ময়না তদন্তের জন্য দেহ শনিবার কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।