অবতক খবর,৩ নভেম্বর, জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রাম আজাদহিন্দ ক্লাবের পরিচালনায় কুসুমগ্রাম বাজার সংলগ্ন আজাদহিন্দ খেলার মাঠে পূর্বস্থলীর দীর্ঘপাড়া ভাই ভাই সংঘ, অর্জুনপুকুর ব্ল্যাক হর্স একাদশ, মঙ্গলকোটের কৈচর একাদশ সংঘ , বর্ধমান বিএমসি ক্লাব, মৌসা নব জাগরন সংঘ, দুয়ারী পল্লী সংঘ , বাঘাসন একাদশ, সহ জেলার বিভিন্ন ব্লক এবং মন্তেশ্বর ব্লকের বিভিন্ন প্রান্তের ১৬ টি দল নিয়ে বৃহস্পতিবার এক রাত্রি ব্যাপী একটি ক্রিকেট খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাটি শুক্রবার সকালে শেষ হয়। এই ক্রিকেট প্রতিযোগিতা খেলা ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুয়ারী পল্লী সংঘ বনাম বাঘাসন একাদশ সংঘ। ফাইনাল খেলায় টসে জিতে প্রথম ব্যাট করতে নামে দুয়ারী পল্লী সংঘ, খেলার নির্ধারিত সময় পাঁচ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৫ রান করে দুয়ারী। প্রতিদ্বন্দ্বী দল বাঘাসন একাদশ সংঘ কে জেতার জন্য ৪৬রান টার্গেট দেয়। ৪৬ রান টার্গেট নিয়ে বাঘাসন একাদশ সংঘ ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে খেলার নির্ধারিত৫ ওভারে ৪০ রান তুলে ।

দুয়ারী পল্লী সংঘ বাঘাসন একাদশ সংঘকে হারিয়ে,১ উইকেট ,৫রানে জয়ী হয়ে চাম্পিয়ান হয় দুয়ারী পল্লী সংঘ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় চাম্পিয়ান দলের দুয়ারী পল্লী সংঘের সঞ্জু পাঁজা। ম্যান অফ দ্য সিরিজ বাঘাসন একাদশ সংঘের সন্দীপ হাজরা। খেলার উদ্যোক্তারা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও পুলিশ অফিস মৃদুল ঘোষ ও বিশিষ্টজনদের ব্যাচ, উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন।এই খেলার মাঠে অনেক রাত পর্যন্ত উপস্থিত ছিলেন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর থানার এক পুলিশ অফিসার মৃদুল ঘোষ, পঞ্চায়েত সমিতির ভূমি রাজস্ব দপ্তরের কর্মাধ্যক্ষ আতিকুর রহমান, বাবুল খান সহ এলাকার বিশিষ্ট জনেরা।