অবতক খবর,১৫ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:এক মূক ও বধির ব্যক্তিকে মারধরের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত রনজিৎ প্রামাণিক ও জয়ন্ত প্রারমানিক মামুদপুর দুই’নম্বর পঞ্চায়েতের ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা।

মন্তেশ্বর থানা সূত্রে জানা যায় একটি পুরনো বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার গ্রামেরই বাসিন্দা মুখ ও বধির অর্জুন হাজরাকে বেধরক মারধরের অভিযোগ উঠে রনজিৎ ও জয়ন্তর বিরুদ্ধে। অর্জুনের মাথাও ফাটে বলে অভিযোগ।

ঘটনায় মন্তেশ্বর থানায় বাবা ও ছেলের নামে লিখিত অভিযোগ জানান অর্জুনের স্ত্রী কবিতা হাজরা। পুলিশ জানাই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবারই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের আজ বুধবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানা পুলিশ।।