অবতক খবর,২৯ ডিসেম্বর: এক মহিলা লটারি বিক্রেতার কাছ থেকে প্রায় কুড়ি হাজার টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি বুধবার সন্ধ্যায় ইসলামপুরের পেট্রোল পাম্প এলাকায় ঘটেছে।

অভিযোগ দুই দুষ্কৃতী বাইক করে ওই মহিলা লটারি বিক্রেতার কাছে আছে ও লটারি ক্যালার নামে তার সঙ্গে কথাবার্তা বলে এবং লটারি ও কিনে বলে স্থানীয়দের দাবি এই ফাকেই ওই দুষ্কৃতীরা ওই মহিলা থেকে প্রায় 20 হাজার টাকা ও সমস্ত টিকিট পত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ওই মহিলা চিৎকার করলে স্থানীয়রা ভিড় করে এবং গোটা বিষয়টা জানে এ ঘটনার খবর পুলিশকে দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ও তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।