অবতক খবর,৩০ মে,মালদা- এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো, মালদা জেলার বামন গোলা থানার সালালপুর এলাকায়। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যবসায়ীর নাম বিমল দাস বয়স(৬২)বছর। পরিবার রয়েছে স্ত্রী হিমা দাস সহ ছেলে। বাড়ি মালদা জেলার বামন গোলা থানার সালালপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে পরিবারের লোকেরা ঘরের ভেতরে ওই ব্যবসায়ীর ঝুলন্ত দেহ দেখতে পায়।
তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানেই মৃত বলে ঘোষণা করে বিমল দাস নামে ওই ব্যবসায়ী কে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে আসে। মৃত ব্যবসায়ী ছেলের কাছ থেকে বিষয়টি জানা যায় ব্যবসার ক্ষেত্রে তার বাবা বেশ কয়েকটি জায়গায় আর্থিক ঋণ পড়ে যায় মহাজনের কাছে। আর তারি জেরেই দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানান মৃত ব্যবসায়ীর ছেলে। সেই কারণে হয়তো গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে পরিবারের সন্দেহ।