অবতক খবর,৬ মার্চ:  এক বেসরকারি ব্যাঙ্ককর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার সাহাপুরে। জানা গিয়েছে, আহমেদ মুস্তাকিন নামে ওই যুবক বন্ধন ব্যাঙ্কে কাজ করেন। তার বাড়ি হেমতাবাদের সমাসপুরে।

এদিন গ্রাহকদের কাছ থেকে টাকা কালেকশন করে নিয়ে আসার পথে সাহাপুরের নয়াহাট এলাকায় তাকে পেছন থেকে আঘাত করে দুষ্কৃতিরা। মাথায় আঘাত লেগে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে ওই যুবক। সেই সুযোগে দুষ্কৃতিরা তার টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়।

স্থানীয়রা ওই যুবককে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চাকুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। খবর পেয়ে সেখানে আসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অন্যদিকে এঘটনায় চাকুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ব্যাঙ্কের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।