অবতক খবর,২৬ মেঃ এক বাইক আরোহীকে পুলিশের মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো জগদ্দলে। পুলিশের মারে আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহীকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ও পরে কল্যাণী মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয়।
বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়ির পোষ্য কুকুরের চিকিৎসার জন্য জরুরি ঔষধ কিনে বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন জগদ্দলের সুনদিয়া হাউসিং স্টেটের বাসিন্দা সূর্যদীপ ব্যানার্জি। সেই সময় জগদ্দল এর পানি ট্যাংকি মোড়ে ট্রাফিক চেকিংয়ে সূর্যদীপের বাইক আটকায় ভাটপাড়া থানার পুলিশ।
অভিযোগ, চেকিংয়ে কর্তব্যরত ডিউটি অফিসার কোন কারন ছাড়াই তার সাথে অহেতুক বাক-বিতণ্ডা শুরু করেন। পুলিশ কর্মীরা যথেষ্টই অভদ্র ব্যবহার করেন সূর্যদীপের সাথে। বাক-বিতণ্ডা থেকে একসময় নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হয়। অমানবিকভাবে বেধড়ক লাঠিপেটা করা হয় সূর্যদীপকে।
এরপর স্থানীয়দের প্রচেষ্টায় তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। (শেষ খবর পাওয়া পর্যন্ত) চিকিৎসকরা তাকে কল্যাণীতে স্থানান্তরিত করে দেন।
এদিকে এই ঘটনার জেরে জগদ্দল এর পানি টাংকি মোড়ে স্থানীয়দের জনরোশ সৃষ্টি হয় পুলিশের উপর। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত সূর্যদীপ এর পরিবার সূত্রে জানা গেছে, চেকিংয়ের সময় বিনা কারণে নির্মমভাবে মারধর করার জন্য উক্ত ডিউটি অফিসার তথা ঘটনায় জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে তারা আইনত পদক্ষেপ গ্রহণ করবেন।