অবতক খবর,১৭ ফেব্রুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:বামুনপাড়া অঞ্চল এলাকার বাড়ী থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে উদ্ধারের সঙ্গে এক যুবককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।
কিশোরীকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত রাজকুমার ঘোষ মন্তেশ্বরের বামুনপাড়া এলাকার বাসিন্দা। থানা সূত্রে জানা গিয়েছে দিন কয়েক আগে ওই নাবালিকা কিশোরীর পরিবার মন্তেশ্বর থানায় অভিযোগ করে তাদের মেয়েকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে ওই যুবক। মন্তেশ্বর থানা তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র ধরে ওই কিশোরীর সন্ধান পায়। শনিবার সকাল নাগাদ মন্তেশ্বর বাজার সংলগ্ন কামারশাল মোড় এলাকা থেকেই ওই কিশোরীকে উদ্ধার করে, থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই যুবককে।
তারপর ওই নাবালিকা কিশোরী পরিবারের লোকজনদের খবর দেয় মন্তেশ্বর থানার পুলিশ।
ধৃত যুবক এবং ওই নাবালিকা কিশোরীকে আজ শনিবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।