অবতক খবর,২৭ ফেব্রুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির এবং কৃষক গৌরব সম্মান প্রদান অনুষ্ঠান ‌ অনুষ্ঠিত হলো মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম কৃষি খামার প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা কৃষি আধিকারিক সজল ঘোষ কালনা মহকুমার কৃষি আধিকারিক পার্থ ঘোষ মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাস যুগ্ম বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব পতি, মন্তেশ্বর ব্লক কৃষি আধিকারী হর্ষিত মজুমদার, কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান সহ ব্লকের অন্যান্য কর্মাধ্যক্ষ গণ।

ব্লক কৃষি আধিকারিক হর্শিস মজুমদার এবং কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমানরা বলেন কৃষকদের বিভিন্ন চাষের বিষয়ে প্রশিক্ষিত করতে একদিনের কৃষি প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করা হয়েছে। পাশাপাশি এদিনই মন্তেশ্বর ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েত থেকে তিনজন করে নিয়ে মোট ৩৯ জন কৃষককে চাষে উন্নত মানের ফলনের জন্য কৃষক গৌরব সম্মান প্রদান করা হয়েছে। কৃষি দপ্তরের পক্ষ থেকে এ ধরনের আয়োজনে খুশি ব্লকের কৃষকরা।