অবতক খবর,২৫ ডিসেম্বর: উত্তর ২৪ পরগনা জেলার বাগদার বয়রা গ্রাম পঞ্চয়েতের মুস্তাফাপুর থেকে বয়রা যাওয়ার ১.৩৮ কিলোমিটার রাস্তার বেহাল দশা ছিল এক দশক ধরে। বাসিন্দাদের দাবি মেনে পথশ্রী প্রকল্পের মাধ্যমে ৩১লক্ষ ৫২হাজার ৬৭৩টাকা বরাদ্দ হয়েছিল রাস্তার সংস্কারের জন্য। সেই মত শুরু হয়েছিল রাস্তার কাজ , বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। সিডিউল অনুযায়ী সামগ্রী দেওয়া হচ্ছে না। যার ফলে হাত দিয়ে টানলেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। এই নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। এরপর রাস্তার কাজ বন্ধ করে দেয় বাসিন্দারা।
বাসিন্দাদের বক্তব্য কোন প্রয়োজন ছিল না রাস্তা সংস্কারের। আগের রাস্তায় ভালো ছিল। সিডিউল অনুযায়ী ২০এমএম গুঁড়ো পিচ দেওয়ার কথা ছিল সেখানে ৪-৫ এমএম পিচ দিয়ে রাস্তা সংস্কার করা হচ্ছে । পাশাপাশি তাদের এও অভিযোগ যা টাকা বরাদ্দ করা হয়েছে তার অর্ধেক ব্যবহার করা হচ্ছে। ব্লক অফিসেও অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা।
বাগদা ব্লক অফিস সূত্রে খবর গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং রাস্তার কাজ যাতে সঠিক ভাবে হয় সেই বিষয়ে নজর দেওয়া হবে।